১।দুটি ক্ষুধার্ত বাঘকে ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে ততটুকু ক্ষতিসাধন করতে পারে না,যতটুকু মানুষের মাল সম্পদ এবং সম্মান লাভের আকাঙ্খা করা তার দ্বীনের পক্ষে ক্ষতিকর।(তিরমিজি,দারেমি,
আহমদ,মুসলিম,আবু দাউদ,মিশকাত)
২।ধ্বংসকারী বস্তুগুলি হলো – কু-প্রবৃত্তির অনুসারী হওয়া,লোভলালসার
অনুগত হওয়া এবং নিজেকে ভাল মনে করা।আর এই হল সে গুলোর
মধ্যে সর্বাপেক্ষা জঘন্য।(বাইহাকী,মিশকাত)
৩।দুনিয়ার মহব্বত হল সমস্ত গুনাহের মাথা।(আহহমদ, বাইহাকী,হাকেম,
মিশকাত)
৪।যে ব্যাক্তি তার দুনিয়াকে মহব্বত করল সে তার আখেরাতের ক্ষতি
করল। (আহমদ,বাইহাকী,হাকেম,মিশকাত শরীফ)
৫।ধ্বংস হউক দীনারের গোলাম,দিরহামের গোলাম,উত্তম পোশাকের
গোলাম।(বুখারী ,মিশকাত শরীফ)
৬। এই উম্মতের সর্বপ্রথম মঙ্গল হল- এয়াকীন(দৃঢ় বিশ্বাস), এবং জুহদ(দুনিয়ার প্রতি অনাসক্তি)।আর সর্বপ্রথম অনিষ্ট হল-কৃপনতা ও দীর্ঘ আশা।(বাইহাকী,মিশকাত)
৭।দীর্ঘ আশা(দুরাকাঙ্ক্ষা) আখেরাতকে ভুলিয়ে দেয়।(বাইহাকী,মিশকাত)
আহমদ,মুসলিম,আবু দাউদ,মিশকাত)
২।ধ্বংসকারী বস্তুগুলি হলো – কু-প্রবৃত্তির অনুসারী হওয়া,লোভলালসার
অনুগত হওয়া এবং নিজেকে ভাল মনে করা।আর এই হল সে গুলোর
মধ্যে সর্বাপেক্ষা জঘন্য।(বাইহাকী,মিশকাত)
৩।দুনিয়ার মহব্বত হল সমস্ত গুনাহের মাথা।(আহহমদ, বাইহাকী,হাকেম,
মিশকাত)
৪।যে ব্যাক্তি তার দুনিয়াকে মহব্বত করল সে তার আখেরাতের ক্ষতি
করল। (আহমদ,বাইহাকী,হাকেম,মিশকাত শরীফ)
৫।ধ্বংস হউক দীনারের গোলাম,দিরহামের গোলাম,উত্তম পোশাকের
গোলাম।(বুখারী ,মিশকাত শরীফ)
৬। এই উম্মতের সর্বপ্রথম মঙ্গল হল- এয়াকীন(দৃঢ় বিশ্বাস), এবং জুহদ(দুনিয়ার প্রতি অনাসক্তি)।আর সর্বপ্রথম অনিষ্ট হল-কৃপনতা ও দীর্ঘ আশা।(বাইহাকী,মিশকাত)
৭।দীর্ঘ আশা(দুরাকাঙ্ক্ষা) আখেরাতকে ভুলিয়ে দেয়।(বাইহাকী,মিশকাত)
No comments:
Post a Comment