আবু হোরায়রা (রা:) থেকে বর্ণিত নবী (সা:) বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও এশা নামাজ (নামাজের জামাতে উপস্থিত হওয়া) সর্বাপেক্ষা ভারী|(কারণ এটা কষ্টসাপেক্ষ; আর সওয়াবের উদ্দেশ্য তো তাদের নেই) লোকেরা যদি ফজর ও এশার জামাতের ফজিলত জানতো তবে হামাগুরি দিয়ে হলেও এই নামাজ দ্বয়ের জামাতে উপস্থিত হত | (বুখারী, রিয়াদুস সালেহীন ১০৭৩)
No comments:
Post a Comment